thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি 25, ১৫ মাঘ ১৪৩১,  ২৮ রজব 1446

প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ড. কামালের

২০১৪ জানুয়ারি ১৪ ২২:৪৩:৪৬
প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ড. কামালের

যশোর সংবাদদাতা : যশোর জেলার অভয়নগরের মালোপাড়া ও মণিরামপুরের হাজরাইল ঋষি পল্লী পরিদর্শন করেছেন গণফোরাম সভাপতি প্রখ্যাত আইনজীবী ড. কামাল হোসেন। দিনভর ওই দুই এলাকা পরিদর্শন শেষে মঙ্গলবার রাত ৮টায় তিনি এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘মণিরামপুর ও অভয়নগরের ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

তিনি উল্লেখ করেন, ‘মণিরামপুরে প্রচারণা চালানো হচ্ছে জামায়াত-শিবির সংখ্যালঘুদের নির্যাতন করেছে। এ ধরনের প্রচারণা অত্যন্ত ভয়াবহ। এভাবে অনেক ঘটনায় রাজনীতির মধ্যে টেনে আনা হচ্ছে। যা রুগ্ন রাজনীতির বহিঃপ্রকাশ।’

ড. কামাল মণিরামপুরের ঋষিপাড়ার ধর্ষণ ও অভয়নগরের চাপাতলা মালোপাড়ায় তাণ্ডবের তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, ‘স্বাধীনতার ৪২ বছর পর এমন সাম্প্রদায়িক সহিংসতা অকল্পনীয়। এ জন্য রাষ্ট্রেরও ব্যর্থতা রয়েছে।’

অভয়নগরের মালোপাড়া ও মণিরামপুরের হাজরাইল ঋষি পল্লী পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন- গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য তবারক হোসেন, যশোর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস রতন, অ্যাডভোকেট দেবাশীষ রায় প্রমুখ।

(দ্য রিপোর্ট/জেএম/এনডিএস/জানুয়ারি ১৪, ২১০৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর