thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

রওশনও মত পাল্টালেন

২০১৪ জানুয়ারি ১৫ ০১:০১:০৫
রওশনও মত পাল্টালেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদই শুধু মত পাল্টান তা নয়। এবার তার দেখানো পথে হাঁটলেন স্ত্রী রওশন এরশাদও। দলীয় নেতাকর্মীদের চাপের মুখে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ কর্মসূচি ঘোষণার ১০ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদলালেন।

এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে রওশন এরশাদের বাসায় জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক হয়। বৈঠক শেষে দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জানান, বুধবার সকালে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে জাপার সংসদ সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।

এদিকে রাত ১১টার দিকে জাপার দফতরের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরী জানান, অনিবার্যকারণে রওশন এরশাদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি স্থগিত করা হয়েছে। বুধবারই নতুন তারিখ জানানো হবে।

রওশন এরশাদের কর্মসূচি স্থগিতের বিষয়ে জানতে চাইলে জাপার একজন শীর্ষস্থানীয় নেতা রাত ১২টার দিকে দ্য রিপোর্টকে বলেন, ‘পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এরশাদ। চেয়ারম্যান ও মহাসচিবকে মাইনাস করে জাতীয় পার্টি স্মৃতিসৌধে ফুল দিতে পারে না। এটা পার্টির একাংশ ম্যাডামকে ভুল বুঝিয়ে করতে চেয়েছিল। আমরা তো আর পার্টিতে উড়ে আসিনি। আমরা স্যারকে কর্মসূচি স্থগিতের উদ্যোগ নিতে অনুরোধ জানিয়েছি।’

সাবেক মন্ত্রী এ নেতার দাবি, ‘রওশন এরশাদ তার ভুল বুঝতে পেরে কর্মসূচি স্থগিত করেছেন।’

(দ্য রিপোর্ট/ সাআ/এনডিএস/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর