thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

দুবাইয়ে বাংলাদেশী শ্রমিকের যাবজ্জীবন

২০১৪ জানুয়ারি ১৫ ১১:৪১:২৯
দুবাইয়ে বাংলাদেশী শ্রমিকের যাবজ্জীবন

দ্য রিপোর্ট ডেস্ক : দুবাইয়ে এক পতিতাকে শ্বাসরোধ করে হত্যার দায়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে বাংলাদেশী এক শ্রমিককে। পতিতার পারিশ্রমিক নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে নিজের মাফলার দিয়ে এ হত্যাকাণ্ড ঘটায় ওই বাংলাদেশী। তবে ওই বাংলাদেশীর শ্রমিকের পরিচয় প্রকাশ করা হয়নি। খবর গাল্ফ নিউজের।

অভিযোগে বলা হয়, ২৭ বছর বয়সী (নামের আদ্যক্ষর এমকে) ওই বাংলাদেশী শ্রমিক তার নিজ দেশ থেকে আসা সালমা নামের এক পতিতাকে ২০১২ সালে হত্যা করেন। ওই পতিতার সঙ্গে শারীরিক সম্পর্ক করার পর তাকে যথাযথ পারিশ্রমিক দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন এমকে। এতে দু’জনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে এমকে তার মাফলার দিয়ে সালমার গলা চেপে ধরে তাকে হত্যা করেন এমকে।

এ ঘটনার প্রেক্ষিতে দুবাইয়ের একটি আদালত ২০১২ সালের নভেম্বর মাসে এমকের অনুপস্থিতে তাকে ১৫ বছরের সাজা দেয়।

কিন্ত পরিবর্তী সময়ে এমকে ওই রায়ে আপত্তি জানান। তিনি ওই সময় নতুন করে বিচার শুরু করার আবেদন জানান।

অবশেষে মঙ্গলবার দুবাইয়ের বিচারক মোহাম্মদ জামাল পূর্বের রায়কে বাতিল করে নতুন রায় ঘোষণা করেন। নতুন রায়ে ১৫ বছরের সাজার পরিবর্তে যাবজ্জীবন সাজা দেওয়া হয় ওই বাংলাদেশী শ্রমিককে।

(দ্য রিপোর্ট/এআইএম/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর