thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

অবৈধ দখলদারদের বিরুদ্ধে যোগাযোগমন্ত্রীর যুদ্ধ ঘোষণা

২০১৪ জানুয়ারি ১৫ ১২:১৫:৩৭
অবৈধ দখলদারদের বিরুদ্ধে যোগাযোগমন্ত্রীর যুদ্ধ ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক : যানজট ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রথম রাতেই বিড়াল মারতে হবে।

যোগাযোগ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বুধবার পৌনে ১২টায় তিনি এ সব কথা বলেন।

যোগাযোগমন্ত্রী বলেন, নতুনভাবে যানজট ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কাজ করতে হবে। আমি আমার স্টাইলে কাজ করব।

তিনি বলেন, কতগুলো স্বপ্নের প্রকল্প রয়েছে। তার মধ্যে পদ্মা সেতু প্রকল্প একটি। এটি জনগণের স্বপ্নের সেতু। এ সেতুর কাজ আগামী জুন মাসে শুরু করা হবে।

রাজধানীবাসীর সেবা দিতে আগামীতে ১০০টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালু করা হবে বলে জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, আমরা পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছি। তবে কতদিন ক্ষমতায় থাকবো তা নির্ভর করবে জনগণের ওপর।

(দ্য রিপোর্ট/কেজেএন/এফএস/জেএম/এএল/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর