thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

ঐশীকে হাজির না করায় জেলারকে শোকজ

২০১৪ জানুয়ারি ১৫ ১৩:১৩:১৪
ঐশীকে হাজির না করায় জেলারকে শোকজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : আদেশ থাকা সত্বেও ঐশীকে হাজির না করায় কেন্দ্রীয় কারাগারের জেলারকে শোকজ করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম আলীম কবির রাজ বুধবার দুপুর সাড়ে ১২টায় শোকজের আদেশ দেন।

ঢাকার সিএমএম আদালতে ১২ জানুয়ারি ২০১৪ ঐশীর পক্ষে তার ‘ও’ লেভেল পরীক্ষার কারণে জামিন আবেদন করা হয়। বুধবার ঐশীর উপস্থিতে জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তাকে হাজির করা হয়নি। এ বিষয়ে জানতে চাওয়া হলে আদালত জেলারকে শোকজ করেন।

এ সময় ঐশীর পক্ষে আইনজীবী ছিলেন প্রকাশ চন্দ্র বিশ্বাস।

উল্লেখ্য, গত বছরের ১৬ আগস্ট সন্ধ্যায় রাজধানীর চামেলীবাগে চামেলী ম্যানশনের ৫/বি ফ্ল্যাটের ভাড়া বাসায় খুন হন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান। ঘটনার পর থেকে তাদের মেয়ে ঐশী রহমান আত্মগোপনে ছিলেন। পরদিন ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করেন।

(দ্য রিপোর্ট/জেএ/এফএস/এএল/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর