thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

৪২ দিন পর বনানীর কার্যালয়ে এরশাদ

২০১৪ জানুয়ারি ১৫ ১৩:৫২:০১
৪২ দিন পর বনানীর কার্যালয়ে এরশাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : দীর্ঘ ৪২ দিন পর বনানীর রাজনৈতিক কার্যালয় রজনীগন্ধাতে দাপ্তরিক কাজে প্রবেশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বনানীর কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি।

জাপা চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় দ্য রিপোর্টকে বলেন, ‘স্যার দাপ্তরিক কাজ করার জন্য বনানীতে এসেছেন।’

প্রসঙ্গত, ৩ ডিসেম্বর বনানীর কার্যালয় থেকেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন এরশাদ। এরপর থেকেই তিনি বারিধারার প্রেসিডেন্ট পার্কে ছিলেন। সেখান থেকে ১২ ডিসেম্বর র‌্যাব এরশাদকে সিএমএইচ এ নিয়ে যায়।

১২ জানুয়ারি এরশাদ সিএমএইচ থেকে বারিধারায় ফেরেন। এরপর ১৫ জানুয়ারি বনানীর কার্যালয়ে আসলেন।

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/এএল/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর