thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘জ্বালাও-পোড়াও রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চান’

২০১৪ জানুয়ারি ১৫ ১৪:৪০:৩৩
‘জ্বালাও-পোড়াও রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চান’

দ্য রিপোর্ট প্রতিবেদক : জ্বালাও-পোড়াও রাজনীতির জন্য খালেদা জিয়াকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, আমরা চাই এই সরকারের সঙ্গে আপনারাও কাজ করুন।

জাতীয় প্রেস ক্লাবে বুধবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

বিকেলে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা আশা করবো আপনি আপনার আজকের সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করার ঘোষণা দেবেন।

তিনি বলেন, এই সরকার ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছে। তবে আমরা সবসময়ই আলাপ-আলোচনার ওপর বিশ্বাস করি। তাছাড়া রাজনৈতিক যেকোনো সমস্যা আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করবো।

আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ৭১-এর ঘাতকদের মূল হোতাদের বিচার আমরা এই সরকারের অধীনেই সম্পন্ন করবো। যারা সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছেন তাদের বিচারও আমরা এই সরকারের শাসনামলেই সম্পন্ন করবো।

তিনি বলেন, বাংলার জনগণ বুঝতে পেরেছে এই সরকার জাতিকে এগিয়ে নিয়ে যাবে। তাড়াতাড়ি এই কথা বিরোধী দলও বুঝতে পারবে। পাশাপাশি সমস্ত বিশ্ববাসীর সর্মথনও এই সরকার পাবে।

এই সময় সভায় আয়োজক ‘জনতার প্রত্যাশা’র নেতারা উপস্থিত ছিলেন।

(দ্যরিপোর্ট/এমএম/জেএম/আরকে/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর