thereport24.com
ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১,  ১৮ জমাদিউল আউয়াল 1446

বিজ্ঞানীর চরিত্রে মাইকেল ডগলাস

২০১৪ জানুয়ারি ১৫ ১৫:০৫:০৩
বিজ্ঞানীর চরিত্রে মাইকেল ডগলাস

দ্য রিপোর্ট ডেস্ক : সম্প্রতি আয়োজিত গ্লোডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। এখন পর্যন্ত চারবার এ পুরস্কার জিতে নিলেন ৬৯ বছর বয়সী আমেরিকান এ অভিনেতা।

ইউএস রিপোর্টে জানা যায়, মারভেল স্টুডিও প্রযোজিত এডজার রাইটের সুপার হিরো ফিল্ম ‘অ্যান্ট ম্যান’-এ তাকে বিজ্ঞানী হ্যাংক পিমের ভূমিকায় দেখা যাবে।

‘বিহাইন্ড’ ছবিতে সেরা অভিনেতা হিসেবে গ্লোডেন গ্লোব প্রাপ্ত এ তারকার পাশাপাশি ‘অ্যান্ট ম্যান’ আরও থাকছেন পল রুড, তিনি ছবিতে ‘স্কট ল্যাং’র ভূমিকায় অভিনয় করবেন।

এ প্রসঙ্গে মার্ভেল স্টুডিওর প্রেসিডেন্টের মতে, ‘অ্যান্ট ম্যান’-এ বিজ্ঞানী হ্যাং পামের চরিত্র একটি গুরুগম্ভির চরিত্র। এ চরিত্রটির জন্য যে ভাবগাম্ভীর্যতা প্রয়োজন তা মাইকেল ডগলাসের মধ্যে রয়েছে।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্কার বিজয়ী এ তারকা বলেন, ‘আমি বহুদিন ধরে মার্ভেল ব্যানারের একটি ছবি করার জন্য অধীর আগ্রহে ছিলাম। এ ছবির স্ক্রিপ্ট ও পরিচালক দুটোই অনেক ভাল। এ ধরনের ছবি দেখে আমার ছেলেও খুব খুশি হবে।’

(দ্য রিপোর্ট/পিআর/আরকে/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর