thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নেই নতুন মন্ত্রীদের নাম

২০১৪ জানুয়ারি ১৫ ১৫:১৯:০৩
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নেই নতুন মন্ত্রীদের নাম

রানা মুহম্মদ মাসুদ, দ্য রিপোর্ট : নতুন সরকার গঠনের তিনদিন পেরিয়ে গেলেও এখনও মন্ত্রণালয়গুলোর ওয়েবসাইটে পুরনো মন্ত্রী, প্রতিমন্ত্রীদের নামই রয়েছে গেছে। শুধু তাই নয় ‘ডিজিটাল’ বাংলাদেশ গড়ার স্লোগান তুলে আওয়ামী লীগ সরকার টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিলেও অনেক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশই করা যায় না।

বুধবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের ওয়েবসাইটগুলো ব্রাউজ করে এ অবস্থা দেখা গেছে।

প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার এ বিষয়ে দ্য রিপোর্টকে বলেন, সরকার হলো হাতির মতো, শরীর দেখতেই সময় শেষ। সরকার বদলের সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে নতুন মন্ত্রীদের নাম বসানোর কথা। এটি খুবই সহজ বিষয়। তবে আমাদের সরকারকে এখনও এতটা দক্ষ মনে করি না যে তারা তাৎক্ষণিকভাবে এটা করে ফেলবে।

বিএনপির অংশগ্রহণ ছাড়া ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর ১২ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৯ জন মন্ত্রী, ১৭ প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রী রয়েছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মন্ত্রী হিসেবে এখনও ছবিসহ মুজিবুল হকের নাম রয়েছে। মুজিবুল হক নির্বাচনকালীন মন্ত্রিসভায় রেল মন্ত্রণালয়ের পাশাপাশি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। নতুন সরকারে মতিউর রহমান ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মন্ত্রী হিসেবে এ এইচ মাহমুদ আলীর প্রোফাইল দেওয়া হয়েছে। নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোন পূর্ণ মন্ত্রী দেওয়া না হলেও মো. শাহরিয়ার আলমকে প্রতিমন্ত্রী করা হয়েছে। তার নাম এখনও যুক্ত হয়নি ওয়েবসাইটে।

নতুন পরিকল্পনামন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামাল দায়িত্ব পেয়েছেন। তবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এখনও এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারকে মন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।

নতুন সরকারে নসরুল হামিদকে বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলেও বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে এখনও তার নাম, ছবি বা পরিচিতি স্থান পায়নি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এখনও প্রতিমন্ত্রী হিসেবে দীপঙ্কর তালুকদারের নাম রয়েছে। যদিও নতুন সরকারে বীর বাহাদুর উ শৈ সিংকে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন মন্ত্রিসভায় সাইফুজ্জামান চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। কিন্তু মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এখনও নির্বাচনকালীন মন্ত্রী আমির হোসেন আমুর নাম ও ছবি শোভা পাচ্ছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করা গেলেও মিনিস্টার প্রোফাইলে ক্লিক করলে মনিটরে ‘the resource connot be found’ লেখা উঠছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ওয়েব ঠিকানায় (www.dmrd.gov.bd) ক্লিক করলেই লেখা উঠছে ‘this site is temporary unavailable’।

দীর্ঘদিন ধরে অচল হয়ে আছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটটি। এ ওয়েবসাইটে (www.moca.gov.bd) প্রবেশের চেষ্টা করছে মনিটরে 404 not found লেখা ভেসে উঠছে।

এ ছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় (www.minlaw.gov.bd), সমাজকল্যাণ মন্ত্রণালয় (www.msw.gov.bd), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (www.mopme.gov.bd), যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (www.moysports.gov.bd), বাণিজ্য মন্ত্রণালয় (www.mincom.gov.bd), খাদ্য মন্ত্রণালয় (www.fd.gov.bd), শ্রম মন্ত্রণালয় (www.mole.gov.bd), পরিবেশ ও বন মন্ত্রণালয় (www.moef.gov.bd), স্থানীয় সরকার বিভাগ (www.lgd.gov.bd), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের (www.rdcd.gov.bd) ওয়েসবাইটে প্রবেশ করা যাচ্ছে না। ঠিকানায় ক্লিক করলে ‘the connection has timed out’ লেখা উঠছে।

সংশ্লিষ্ট অনেকে জানিয়েছেন, মন্ত্রণালয়গুলোর ওয়েবসাইটগুলো নিয়মিত আপডেট করা হয় না। কখনও কখনও মাসের পর মাস এগুলো নানা ত্রুটির কারণে বন্ধ হয়ে থাকে। বেশিরভাগ মন্ত্রণালয়ের ওয়েবসাইট আপডেট করা কিংবা রক্ষণাবেক্ষণে আগ্রহ নেই।

(দ্য রিপোর্ট/আরএমএম/জেএম/আরকে/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর