thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সংখ্যালঘুদের নির্যাতন বন্ধে পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

২০১৪ জানুয়ারি ১৫ ১৫:৫৩:০৪
সংখ্যালঘুদের নির্যাতন বন্ধে পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

দ্য রিপোর্ট প্রতিবেদক : ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ করতে সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

আগামী এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

একইসঙ্গে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ করার নির্দেশ কেনো দেওয়া হবে না তা জানতে চেয়ে ২ সপ্তাহের রুল জারি করেছে আদালত। এবং জড়িতদের বিরুদ্ধে কেনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তাও জানতে চেয়েছে আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পরিমল চন্দ্র গুহ পত্রিকার বিভিন্ন কাটিং উপস্থাপন করলে, আদালত স্বপ্রণোদিত হয়ে রুল জারি করে এ আদেশ দেয়।

এ নির্দেশনা বাস্তবায়ন করার জন্য ক্ষতিগ্রস্ত সাত জেলার ডিসি, এসপি ও সংশ্লিষ্ট ইউএনও এবং ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যবস্থা গ্রহণ করার পরে তারা এই সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করবেন। জেলাগুলো হলো- বগুড়া. টাঙ্গাইল, পিরোজপুর, ঝালকাঠি, নেত্রকোনা, চাঁদপুর ও নাটোর।

১৩ জানুয়ারির প্রথম আলো ও আমাদের সময় পত্রিকার কাটিং উপস্থাপন করার পরে আদালত বুধবার স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়।

(দ্য রিপোর্ট/এসএ/এসি/আরকে/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর