thereport24.com
ঢাকা, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১,  ২৯ জমাদিউল আউয়াল 1446

বাবার হাতে ছেলের মৃত্যু

২০১৪ জানুয়ারি ১৫ ১৫:৫৬:১২
বাবার হাতে ছেলের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : নারায়নগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় বাবা আবুল কালামের হাতে ছেলে মো. আলামিনের (১২) মৃত্যু হয়েছে। ৬নং ওয়ার্ডের চনপাড়া বাস্তুহারা বস্তিতে এ ঘটনা ঘটে।

তাদের প্রতিবেশী আলেয়া বেগম জানান, মঙ্গলবার রাতে কোনো এক অভিযোগের ভিত্তিতে কালাম তার ছেলেকে বেধড়ক মারধর করেন। এতে ছেলে আলামিন অসুস্থ হয়ে পড়ে। বুধবার সকাল ১১টার দিকে আলামিনের অবস্থা বেশি খারাপ হলে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালের (ডিএমসি) জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টায় তাকে মৃত ঘোষণা করেন। পরে ছেলের মৃতদেহ রেখে বাবা পালিয়ে যান।

ডিএমসির ক্যাম্প পুলিশ এ সময় প্রতিবেশীদের আটক করে। ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বলেন, সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।

আলামিন আগে পড়াশুনা করতো। বাবা আবুল কালাম রিকশা চালান।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এমএআর/আরকে/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর