thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

ফখরুল-আমানের আগাম জামিন আবেদন

২০১৪ জানুয়ারি ১৫ ১৬:১০:০৮
ফখরুল-আমানের আগাম জামিন আবেদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা তিনটি মামলায় আগাম জামিনের আবেদন করা হয়েছে। এ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলায়ও আগাম জামিনের আবেদন করেছেন তার আইনজীবী।

মির্জা ফখরুল ইসলামের মামলার জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।

ফখরুলের পক্ষে বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সগির হোসেন লিয়ন এ আবেদন করেন।

বৃহস্পতিবার বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।

ফখরুলের আইনজীবী বলেন, শাহবাগ ও রমনা থানায় দায়ের করা ৩টি মামলায় আগাম জামিনের আবেদন করা হয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন।
আমানের বিরুদ্ধে রমনা থানায় দায়ের করা হরতালে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের মামলায় আগাম জামিনের আবেদন করা হয়। এ আবেদনের শুনানিও বৃহস্পতিবার হওয়ার সম্ভাবনা রয়েছে।

(দ্য রিপোর্ট/এসএ/এমএআর/আরকে/১৫ জানুয়ারি, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর