thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই 25, ১৯ আষাঢ় ১৪৩২,  ৭ মহররম 1447

শমীর জন্মদিনে কোনো আয়োজন নেই

২০১৪ জানুয়ারি ১৫ ১৬:১৬:৩৯
শমীর জন্মদিনে কোনো আয়োজন নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারের জন্মদিন বুধবার। দ্য রিপোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য তাকে ফোন দেওয়া হয়। উত্তরে তিনি বেশ খুশি হয়ে বলেন, ‘থ্যাংক ইউ’। জন্মদিন উপলক্ষে কোন আনুষ্ঠানিকতা আছে কিনা জানতে চাইলে বলেন, ‘না। কোন আয়োজন নেই।’

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার এবং রাজনীতিবিদ ও লেখিকা পান্না কায়সারের মেয়ে শমী কায়সার। মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রী বেশ অনেকদিন অভিনয় থেকে দূরে ছিলেন। ফিরে এসেছেন আবার। তবে এবার পছন্দ মতো কাজ করছেন তিনি।

গত বছর আলভী আহমেদের ‘প্যারালাল ইমেজ’ টেলিছবিতে অভিনয় করেছেন শমী কায়সার। এর আগে ২০০৫ সালে মান্নান হীরার ‘নোনা জলের কাব্য’ নাটকে অভিনয় করেছিলেন তিনি। এখন তিনি ব্যবসা নিয়েই ব্যস্ত। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধানসিড়ি’ থেকে নাটক নির্মিত হচ্ছে।

(দ্য রিপোর্ট/আইএফ/আরকে/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর