thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি’

২০১৪ জানুয়ারি ১৫ ১৬:১৭:৫৫
‘সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, নির্বাচনে সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধ পরিকর। ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় সহিংসতাকারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মামলা দায়ের করেছেন।

নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে বুধবার দুপুর ৩টায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিশৃঙ্খলাকারীদের ছাড় দেবে না উল্লেখ করে তিনি বলেন, যশোর ১ ও ২ আসনের সংসদ সদস্যরা তাদের শোকজের জবাব দিয়েছেন। আমরা পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রয়োজনে তাদের উপস্থিতিতে শুনানি হবে।

৩৯২ কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখ করে শাহ নেওয়াজ বলেন, অল্প আসন হলেও আমরা অধিক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ দিয়েছি। সেনা বাহিনীর সদস্যরা এখন উপজেলা সদরে অবস্থান করছে এবং টহল দিচ্ছে। এ ছাড়া র‌্যাব ও বিজিবির সংখ্যা বাড়ানো হয়েছে। আশাকরি নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে।

আওয়ামী লীগ নেত সুরঞ্জিত সেন নির্বাচনে সহিংসতার জন্য নির্বাচন কমিশনের গাফিলতিই দায়ী এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে শাহ নেওয়াজ বলেন, তিনি আমাদেরকে সরাসরি কেনো অভিযোগ দেননি। আমরাও দেখিনি। তবে এ বিষয়ে আমরা বলব আমাদের কোনো গাফিলতি নেই। কেন্দ্র এবং আসন অনুযায়ী সহিংসতা কম হয়েছে। সেনাবাহিনীকে দেওয়া দায়িত্ব তারা যথাযথভাবে পালন করেছে।

সংরক্ষিত আসনে নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমরা এটা নিয়ে এখনও কোনো কাজ করিনি। রাজনৈতিক দল, জোট এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের চিঠি দেওয়া হয়েছে। তারা যদি কোনো দলে বা জোটে যোগ দেয় বা বিছিন্ন হয় তা জানালে তার ভিত্তিতে আইন অনুযায়ী আমরা আসন সংখ্যা অনুপাতে আসন বণ্টন করে নির্বাচনের তফসিল ঘোষণা করব।

(দ্য বিপোর্ট/এমএস/এসবি/আরকে/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর