thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

একদিনের ব্যবধানে সিমেন্ট খাতে তিনগুণ লেনদেন

২০১৪ জানুয়ারি ১৫ ১৬:৪৩:২৭
একদিনের ব্যবধানে সিমেন্ট খাতে তিনগুণ লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : একদিনের ব্যবধানে সিমেন্ট খাতের লেনদেন বেড়েছে তিনগুণ। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে সোমবার এ খাতের অবদান ছিল ৩.৩৭ শতাংশ। বুধবার তা তিনগুণ বেড়ে দাঁড়িয়েছে ৯.০৭ শতাংশে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে সিমেন্ট খাতের ৭টি কোম্পানির মোট ৬২ কোটি ৭৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৬টির এবং কমেছে ১টি কোম্পানির শেয়ার দর।

সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে হাইডেলবার্গ সিমেন্টের। বুধবার এ শেয়ারের দর ১৭.১০ টাকা বা ৪.১৬ শতাংশ বেড়েছে। এ ছাড়া কনফিডেন্স সিমেন্টের শেয়ার দর বেড়েছে ৫.৬০ টাকা, মেঘনা সিমেন্টের ৪.১০ টাকা, লাফার্জ সুরমা সিমেন্টের ৩.৪০ টাকা, প্রিমিয়ার সিমেন্টের ২.৩০ টাকা এবং এমআই সিমেন্টের শেয়ার দর বেড়েছে ১.৯০ টাকা। এ ছাড়া আরামিট সিমেন্টের শেয়ার দর কমেছে ১ টাকা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/আরকে/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর