thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

‘মৃত্যুফাঁদ’ থেকে মুক্তি

২০১৩ অক্টোবর ৩০ ১৪:২০:০০
‘মৃত্যুফাঁদ’ থেকে মুক্তি

দিরিপোর্ট২৪ ডেস্ক : সরকারি বাহিনীর অবরোধ শিথিল করায় সিরিয়ার মোয়াদামিয়াহ শহরের ‘মৃত্যুফাঁদ’ থেকে বাঁচতে হাজারও মানুষ ছুটে যাচ্ছেন রাজধানী দামেস্কের দিকে। খবর বিবিসির।

মার্চ মাসে শহরটির নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহীরা। এরপর থেকে শহরটি ঘিরে রাখে সরকারি বাহিনী। সম্প্রতি দেশটির সেনাবাহিনী সেখানকার অধিবাসীদের দুর্ভোগের কথা চিন্তা করে অবরোধ শিথিল করে।

বিবিসি জানায়, অবরোধ শিথিল করায় রাজধানী দামেস্কের পথে মানুষের স্রোত বয়ে চলছে। মঙ্গলবার রাতে শতাধিক নারী ও শিশু সরকারি বাহিনীর তাঁবুতে আশ্রয় নেয়। এখনও শহরটিতে হাজারও মানুষ মৃত্যুফাঁদে আটকে আছেন।

সরকারি বাহিনীর অবরোধের কারণে মোয়াদামিয়াহ শহরে খাবার ও পানির ব্যাপক সংকট দেখা দেয়। মানুষ বাধ্য হয়ে ঘাস ও পাতা খেয়ে বাঁচার চেষ্টা করেন।

সিরিয়ার ধর্মীয় নেতারা এমন পরিস্থিতিতে পোষা কুকুর, বেড়াল ও বানরের মতো প্রাণীর মাংস খাওয়ারও অনুমোদন দেয়।

এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার উপপ্রধান মন্ত্রী কাদির জামিলকে বরখাস্ত করেছেন। জেনেভাতে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কূটনীতির সঙ্গে সাক্ষাতের পর তিনি এ সিদ্ধান্ত নেন।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/এমএআর/অক্টোবর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর