thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

প্রাথমিক থেকে জনপ্রশাসনে প্রতিমন্ত্রী ইসমাত আরা

২০১৪ জানুয়ারি ১৫ ১৮:০২:২০
প্রাথমিক থেকে জনপ্রশাসনে প্রতিমন্ত্রী ইসমাত আরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : তিন দিনের মাথায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের দফতর বদল করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(৪) এ প্রদত্ত ক্ষমতাবলে এ দফতর বদল করেছেন।

১২ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৯ জন মন্ত্রী, ১৭ প্রতিমন্ত্রী এবং দুইজন উপমন্ত্রী রয়েছেন। ওইদিনই ইসমাত আরা সাদেককে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল।

(দ্য রিপোর্ট/আরএমএম/এসবি/এনআই/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর