thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

সূর্যের দেখা নেই, পরিস্থিতি পাল্টাতে আরও একদিন

২০১৪ জানুয়ারি ১৫ ১৮:১৮:৩৪
সূর্যের দেখা নেই, পরিস্থিতি পাল্টাতে আরও একদিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : সারাদিন সূর্যের দেখা মেলেনি। শীতও তীব্র হয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে প্রকৃতিকে। রাজধানীসহ সারাদেশের জীবনযাত্রায়ও পড়েছে এর প্রভাব। রাজধানীর অভিজাত বিপনী কেন্দ্র থেকে ফুটপাত শীত বস্ত্রের দোকানে লেগে আছে ভীড়।

কুয়াশা ও নিচু স্তরের মেঘের কারণে সারাদেশে তাপমাত্রা কমে গেছে। বৃহস্পতিবার বিকেলের পর থেকে এ অবস্থা কেটে যেতে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগ। চলতি মাসের শেষ কিংবা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে একটি শৈত্য প্রবাহের দেখা মিলতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ সৈয়দ আবুল হাসানাত বুধবার দ্য রিপোর্টকে বলেন, আকাশের নিচু স্তরের মেঘ সঙ্গে কুয়াশা থাকায় দিনের তাপমাত্রা অনেকটা কমে গেছে। এটা শৈত্য প্রবাহ নয়। দেশের কোথাও এখন শৈত্য প্রবাহ বইছে না। তাপমাত্রা ১০ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্য প্রবাহ বলে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, আশা করছি বৃহস্পতিবার বিকেলের পর থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুতে দেশে একটি শৈত্য প্রবাহের আশা করা হচ্ছে বলেও জানান তিনি।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার সাত বিভাগের মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৪ ডিগ্রি, বরিশালে ১২ ডিগ্রি, রংপুরে ১২ দশমিক ৮ ডিগ্রি, রাজশাহীতে ১২ দশমিক ৪ ডিগ্রি, সিলেটে ১৩ দশমিক ৯ ডিগ্রি, খুলনায় ১২ দশমিক ৫ ডিগ্রি ও চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

(দ্য রিপোর্ট/আরএমএম/এসবি/আরকে/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর