thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

১৬ জানুয়ারি ৬ জেলায় ব্যাংক বন্ধ

২০১৪ জানুয়ারি ১৫ ১৮:২৬:০৬
১৬ জানুয়ারি ৬ জেলায় ব্যাংক বন্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া ভোট কেন্দ্রে পুনঃভোটগ্রহণ উপলক্ষে আগামী ১৬ জানুয়ারি ৬ জেলার তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বুধবার এক সার্কুলারের মাধ্যমে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত/বন্ধ ঘোষিত ভোটকেন্দ্রসমূহে পুনঃভোটগ্রহণ উপলক্ষে ১৬ জানুয়ারি দেশের ৬ জেলার নির্বাচনী আসনসমূহে তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, গাইবান্ধা-১, ৩ ও ৪, বগুড়া-৭, যশোর-৫ এবং লক্ষীপুর-১ আসনে স্থগিত/বন্ধ ভোটকেন্দ্রসমূহে সকল ব্যাংক কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে তফসিলি ব্যাংক বন্ধ রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশে কার্যরত সকল ব্যাংক কোম্পানির প্রধান নির্বাহীকে নিদের্শ প্রদান করা হলো।’

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান দ্য রিপোর্টকে বলেন, নির্বাচনের দিন সাধারণত ব্যাংকগুলো বন্ধ থাকে। এরই ধারাবাহিকতায় ১৬ জানুয়ারি দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, যশোর ও লক্ষীপুর এই ৬ জেলায় ব্যাংক বন্ধ থাকবে।

(দ্য রিপোর্ট/এএইচ/ডব্লিউএন/ এনআই/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর