thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

২০১৪ জানুয়ারি ১৫ ১৮:৩৩:৪৩
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ সংবাদদাতা : তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পর শেখ হাসিনা বুধবার দুপুর একটা পঞ্চাশ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুস্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এ সময় তার বোন শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন।

পরে মন্ত্রিপরিষদ, সংসদ সদস্য ও দলীয় নেতৃবৃন্দদের নিয়ে আরেকবার মোনাজাত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সমাধি সৌধে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আত্মত্যাগ বৃথা যেতে দেবেন না বলে প্রতিজ্ঞা করেন।

শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে সেখানে রক্ষিত পরিদর্শন বইতে প্রধানমন্ত্রী লেখেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে আমরা জাতি হিসাবে মর্যাদা পেয়েছি, স্বাধীনতা অর্জন করেছি, তাঁর প্রতি শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই। আত্মত্যাগকারী মা বোনদের প্রতি শ্রদ্ধা জানাই। পিতা তোমার কাছে আমার প্রতিজ্ঞা তোমার ত্যাগ বৃথা যেতে দেবো না। তোমার দুঃখি মানুষের মুখে হাসি ফুটিয়ে সোনার বাংলা গড়ে তুলবই ইনশাল্লাহ।’

হেলিকপ্টারযোগে বেলা ১১ টায় শেখ হাসিনার টুঙ্গিপাড়া পৌছানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে দুপুর ১টা ৫০ মিনিটে টুঙ্গিপাড়া পৌছান। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুবলীগ, জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, নৌমন্ত্রী শাহজাহান খান, পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল, প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশারফ হোসেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছায়েদুল হক, রেলমন্ত্রী মজিবুল হক, সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস, মো. মিজানুর রহমান, বাবেল গোলন্দাজ, শিরিন আক্তার, মো. ফারুক খান, দীপু মনি প্রমুখ। এ ছাড়া স্বেচ্ছাসেবকলীগ সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ভবনের উদ্বোধন করে বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেন।

(দ্য রিপোর্ট/এআইএস/এপি/আরকে/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর