thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

পাকিস্তানে স্কুল ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ২১

২০১৪ জানুয়ারি ১৫ ১৮:৪৬:০২
পাকিস্তানে স্কুল ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ২১

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের নওয়াবশাহে একটি স্কুল ভ্যান ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৮ জন ছাত্র ও বাকি তিনজন শিক্ষক। খবর ডননিউজের।

করাচি থেকে ২৭০ কিলোমিটার উত্তরে সিন্ধু রাজ্যে বুধবার একটি ফুললোড ট্রাক স্কুল ভ্যানটিকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

দৌলতপুর শহরের ব্রাইট ফিউচার স্কুলের শিশুদের নিয়ে ভ্যানটি নওয়াবশাহে এসেছিল। ভ্যানটি নওয়াবশাহ থেকে দৌলতপুরে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ওই স্কুলের ১৮ ছাত্র ও তিন শিক্ষক নিহত ছাড়াও আরও ১১ জন আহত হয়েছেন। আহতদের নওয়াবশাহের পিপলস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউ’তে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) রাখা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসাইন এ দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। তিনি নিহতদের বাবা-মার প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

(দ্য রিপোর্ট/এসকে/আরকে/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর