thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৩ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

ব্র্যাক ব্যাংকের রাইটের আবেদন অনুমোদন

২০১৪ জানুয়ারি ১৫ ১৮:৫০:৫৪
ব্র্যাক ব্যাংকের রাইটের আবেদন অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাইট শেয়ার ছাড়ার মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহে ব্র্যাক ব্যাংকের আবেদন অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার কমিশনের ৫০৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্র্যাক ব্যাংক ২২ কোটি ১৬ লাখ ৫২ হাজার ২৮৮টি সাধারণ শেয়ারের বিপরীতে ২:১ অনুপাতে অর্থাৎ ২টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়বে পুঁজিবাজারে। ফেস ভ্যালু ১০ টাকার সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।

রাইট শেয়ারের মাধ্যমেব্র্যাক ব্যাংক ৪৪৩ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা সংগ্রহ করবে। মূলধনের পর্যাপ্ততা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পরিশোধিত মূলধন বাড়াতেব্র্যাক ব্যাংক এ অর্থ সংগ্রহ করবে।

ব্র্যাকব্যাংকের রাইট ইস্যুর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে ‘এএএ’ কনসালটেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল এডভাইজারস লিমিটেড।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/আরকে/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর