thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি 25, ১৫ মাঘ ১৪৩১,  ২৮ রজব 1446

শপথ নিলেন সাবের হোসেন চৌধুরী

২০১৪ জানুয়ারি ১৫ ১৯:৫৬:১৪
শপথ নিলেন সাবের হোসেন চৌধুরী

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা-৯ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবের হোসেন চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বুধবার সকালে জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) জয়নাল আবদীন সাবের হোসেন চৌধুরীর শপথ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ৮ জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পর ৯ জানুয়ারি আওয়ামী লীগের ২২৬ জনসহ মোট ২৮৪ জন শপথ গ্রহণ করেন। এরপর ১১ জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ আরো চারজনকে শপথ পাঠ করার স্পিকার।

বুধবার সাবের হোসেন চৌধুরীর শপথের মাধ্যমে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৯ জনের শপথ শেষ হলো। নির্বাচনী সহিংসতায় ৮টি সংসদীয় আসনের নির্বাচন স্থগিত থাকায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেওয়া রংপুর-৩ আসনটি শূন্য রয়েছে। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার স্থগিত হওয়া আসনগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এইচআর/এপি/ এনআই/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর