thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ঢাবি ঘ ইউনিটে বিভাগ মনোনয়নের ২য় তালিকা প্রকাশ

২০১৪ জানুয়ারি ১৫ ২১:০৬:২৭
ঢাবি ঘ ইউনিটে বিভাগ মনোনয়নের ২য় তালিকা প্রকাশ

ঢাবি প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের সম্মান ১ম বর্ষ স্নাতক শ্রেণীতে ঘ ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটে নির্দিষ্ট আসনে মনোনীত ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের ২য় তালিকা প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) বুধবার ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের সাবজেক্ট চয়েস ফরম-এ লিপিবদ্ধদের ক্রমানুসারে এই তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকায় যেসকল ছাত্র-ছাত্রী নতুন করে বিভাগ পেয়েছে এবং যাদের বিভাগ পরিবর্তন হয়েছে তাদের ১৯ জানুয়ারি সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে এই সাক্ষাৎকার নেওয়া হবে।

সাক্ষাৎকারের সময় ছাত্র-ছাত্রীদের অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এসএসসি, এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট ও সাবজেক্ট চয়েস ফরমের ডাউনলোড করা কপি (যা ইন্টারনেটের মাধ্যমে পূরণ করা হয়েছে) সঙ্গে নিয়ে আসতে হবে।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমএআর/ এনআই/১৫ জানুয়ারি, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর