thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

‘কোনো গৃহপালিত কমিশনের অধীনে নির্বাচন নয়’

২০১৩ অক্টোবর ৩০ ১৫:৩১:০২
‘কোনো গৃহপালিত কমিশনের অধীনে নির্বাচন নয়’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নির্বাচন কমিশনকে ‘অন্ধ’ আখ্যা দিয়ে ‘কোনো গৃহপালিত কমিশনের অধীনে নির্বাচন হবে না’ বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

জাতীয় প্রেস ক্লাবে বুধবার সকালে জিয়াউর্ রহমান ফাউন্ডেশনের উদ্যোগে অবিলম্বে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা ও দেশনায়ক তারেক রহমান সর্ম্পকে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

কমিশনের কঠোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘নির্বাচনের সিডিউল ঘোষণার আগে কোন রাজনৈতিক দলের ভোট চাওয়া নিষেধ। কিন্তু আপনার প্রধানমন্ত্রী এবং তার দলের মানুষ দেশের সব জায়গায় ভোট চেয়ে বেড়াচ্ছেন।’

নির্বাচন কমিশন যদি এতই নিরপেক্ষ হয় তবে ঢাকায় কেন সিটি করপোরেশন নির্বাচন হয়নি? প্রশ্ন রাখেন গয়েশ্বের।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি নির্বাচনের বিষয়ে সংবিধানের যে দোহাই দিচ্ছেন, সেই সংবিধান সংশোধন করুন। আর সংবিধান সংশোধনের জন্য ২৪ ঘন্টা প্রয়োজন হয় না। আপনিই তার প্রমান দিয়েছেন আরপিও সংশোধনের মাধ্যমে।’

‘প্রধানমন্ত্রী চিত্র জগতের অভিনেত্রীদেরও হার মানিয়েছেন’ উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘প্রধানমন্ত্রী ফোন দিয়েছেন আলোচনার জন্য নয়, হরতাল প্রত্যাহারের জন্য।’

তিনি বলেন, ‘জনগণের ক্ষমতা নিজেদের হাতে রাখার চেষ্ট করবেন না। জনগণের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিন। জনগণের প্রতি আপনাদের কোন আস্থা নেই। আপনারা জনগণকে নিয়ে বিগত পাঁচ বছর ধরে কেবল খেলাই খেলছেন। আর এ অপকৌশলে আপনারা সফলও হয়েছেন।’

গয়েশ্বর জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে উদ্দেশ্য করে বলেন, ‘তিনি বর্তমানে নির্বাচন নির্বাচন খেলা খেলছেন। তিনি বিরোধীদলের পক্ষে থাকার নাটক করছেন। তিনি যা শুরু করেছেন তাতে গাবতলীর গরুর হাটের মতো রাজনীতিতেও গরু কেনা-বেচা করতে হবে।’

‘বর্তমানে দেশের অবস্থা ওয়ান ইলেভেনের চেয়েও খারাপ’ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরো বলেন, ‘আমরা এখন পক্ষ-বিপক্ষ উভয় দিকের লোক একসঙ্গে বসবাস করছি। কে যে পক্ষের, আর কে নয় তা বোঝা মুশকিল। তবে আমার এ ধারণা ভুলও হতে পারে । কিন্তু পুরোপুরি নয়।’

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম। আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক ড. আব্দুর রশিদ, প্রফেসর মতিউর রহমান, ঢাবির আইন বিভাগের শিক্ষক ড. মাইনুল আহসান প্রমুখ।

(দিরিপোর্ট২৪/এম/এমএআর/অক্টোবর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর