thereport24.com
ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১,  ১৮ জমাদিউল আউয়াল 1446

জাতীয় পিঠা উৎসব ২২ জানুয়ারি

২০১৪ জানুয়ারি ১৫ ২১:১৪:০৫
জাতীয় পিঠা উৎসব ২২ জানুয়ারি

দ্য রিপোর্ট প্রতিবেদক : নগর জীবনের গ্লানি মুছে একটু আনন্দের ছোঁয়া পেতে জাতীয় পিঠা উদযাপন পরিষদ প্রতিবারের মতো আয়োজন করতে যাচ্ছে বাঙালির চিরায়ত সংস্কৃতির অংশ ‘জাতীয় পিঠা উৎসব ২০১৪’। শিল্পকলা একাডেমীর কফি হাউজ প্রাঙ্গণে ২৪-৩১ জানুয়ারি শুরু হবে আট দিনব্যাপী রকমারি পিঠা নিয়ে এ উৎসব।

পিঠা শিল্পীরা উৎসব প্রাঙ্গণে একদিকে যেমন পিঠা তৈরির পাশাপাশি বিপণন করবেন অন্যদিকে দেশের নানা প্রান্তের দেশজ গান, কবিতা আবৃত্তি ও নৃত্য নিয়ে পরিবেশিত হবে সাংস্কৃতিক সন্ধ্যা।

পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্য রিপোর্টকে এ সব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ উৎসবের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে শিল্প ও সাহিত্যাঙ্গনের প্রতিশ্রুতিশীল ব্যক্তিরা। উৎসবে অংশগ্রহণকারী পিঠা শিল্পীদের কাজকে আরও বেগবান করার প্রত্যয়ে এখানে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিচারক প্যানেলের চূড়ান্ত রায়ে প্রথম পাঁচজনকে সেরা পিঠা শিল্পী হিসেবে ঘোষণা করে সমাপনী দিনে উৎসব স্মারক ও সনদ প্রদান করা হবে।

(দ্য রিপোর্ট/এমএম/এমএআর/ এনআই/জানুয়ারি ১৫,২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর