thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

খালেদাকে দেখা দিলেন আত্মগোপনে থাকা নেতারা

২০১৪ জানুয়ারি ১৫ ২১:২৭:৩০
খালেদাকে দেখা দিলেন আত্মগোপনে থাকা নেতারা

দ্য রিপোর্ট প্রতিবেদক : অবশেষে জনসম্মুখে দেখা গেল গ্রেপ্তার আতঙ্ক ও আত্মগোপনে থাকা বিএনপির সিনিয়র পর্যায়ের কয়েক নেতাকে। তবে দেখা মেলেনি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এ নিয়ে উপস্থিত দলের নেতাকর্মীদের মধ্যে কানাঘুষা শোনা যায়।

রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুমে বুধবার বিকেল ৪টায় এ দৃশ্য দেখা যায়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলন উপলক্ষে এখানে ভিড় করেন দলের সিনিয়র থেকে জুনিয়র পর্যায়ের নেতাকর্মীরা।

তাদের অনেকে ক্ষোভ প্রকাশ করে দ্য রিপোর্টকে বলেন, ‘কেন্দ্রীয় নেতা নামধারী সুবিধাবাদী-আঁতাতকারী নেতাদের জন্যই বিএনপির আজ বেহাল দশা। একজন মহাসচিব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) হয়েছেন, কিন্তু রাস্তায় নামেন না, কার্যালয়েও নেই; সংবাদ সম্মেলন ডাকলে তিনি আসেন না। তা হলে উনার পদে থাকার দরকারটা কী?

আত্মগোপনে থাকলেই যদি রাজনীতি করা যেত তবে মানুষ রাস্তায় বেরিয়ে প্রাণ দিতো না, জেলে যেতো না। ওই নেতারা (বিএনপির সিনিয়র নেতারা) এবার খালেদা জিয়ার সঙ্গে ঢাকার বাইরে গেলে জেলা-থানা-ইউনিয়ন পর্যায়ের কর্মীদের হাতে লাঞ্ছিত হবেন বলেও অনেকে আলোচনা করেন।

সংবাদ সম্মেলন শেষ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বেরিয়ে যাবার সময় উপস্থিত নেতাকর্মীরা উচ্চস্বরে বলতে থাকেন, ‘ম্যাডাম ঢাকার কমিটি বাতিল করেন। পলাতক নেতাদের বাদ দেন। নতুন কমিটি দেন।’

খালেদা জিয়া এ সময় বেশ মনোযোগের সঙ্গে তাদের কথা শোনেন।

প্রসঙ্গত, বুধবার বিকেল ৪টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুমে ১৮ দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সংবাদ সম্মেলন শুরু হওয়ার বেশ আগেই অনুষ্ঠানস্থলে আসতে থাকেন আত্মগোপনে থাকা বিএনপির সিনিয়র নেতারা। ভিডিও বার্তা ও সংবাদ বিবরণী দিয়ে দলীয় কর্মসূচি ঘোষণা করা বেশ কয়েকজন নেতার দেখা মেলে ওয়েস্টিন হোটেলের বলরুমে।

তবে কারাগারের বাইরে থাকা বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য সংবাদ সম্মেলনে এলেও দেখা যায়নি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়কে। আর অসুস্থ থাকায় আসেননি এম শামসুল ইসলাম, তরিকুল ইসলাম। দেশের বাইরে আছেন তারেক রহমান।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় প্রভাবশালী নেতাদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, হারুন উর রশিদ খান মুন্নু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহ উদ্দিন আহমেদ, বরকতউল্লাহ বুলু, কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা, নগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন, জাকারিয়া তাহের সুমন, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী সোহেলসহ ডাক সাইটের অনেক নেতাই আসেননি খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, বেগম সারোয়ারী রহমান, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শাহ মোয়াজ্জেম হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ব্যারিস্টার শাহজাহান ওমর, ফজলুর রহমান পটল, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, এমএ কাউয়ুম, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা প্রমুখ।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এমএআর/আরকে/ এনআই/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর