thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ 25, ৩০ ফাল্গুন ১৪৩১,  ১৪ রমজান 1446

কুমিল্লায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য আটক

২০১৪ জানুয়ারি ১৫ ২২:৩৮:৫৮
কুমিল্লায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য আটক

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি।

মঙ্গলবার রাতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ১০ ব্যাটালিয়নের সদস্যরা ভারতীয় সীমান্তের বিবির বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং ওষুধ আটক করে।

বিজিবি-১০ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. গোলাম রসুল আজাদ দ্য রিপোর্টকে জানান, কুমিল্লা বিবিরবাজার বিওপির অধীনস্থ তেলকুপি এলাকায় সুবেদার মো. এমদাদুল হকের নেতৃত্বে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি পঞ্চাশ লাখ টাকা। আটককৃত মালামাল কুমিল্লা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/জেপি/এপি/ এনআই/জানুয়ারি ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর