thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

খালেদা জিয়ার সংবাদ সম্মেলন বয়কট করলেন নেজামী

২০১৪ জানুয়ারি ১৬ ০১:২৯:৪১

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলন বয়কট করেছেন ১৮-দলীয় জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী।

গুলশানে হোটেল ওয়েস্টিনে বুধবার বিকেলে অনুষ্ঠিত খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে যোগ দিতে নেজামী উপস্থিত হয়েছিলেন। কিন্তু শরিকদের আসন বিন্যাসে ইসলামী ঐক্য জোটের নাম পেছনের সারিতে থাকায় তিনি সংবাদ সম্মেলনের শুরুতেই বয়কট করে চলে যান।

জানা যায়, জোট শরিকদের মধ্যে অন্যতম জামায়াত, এলডিপি, বিজেপি, ইসলামী ঐক্য জোট পাশাপাশি থাকার কথা থাকলেও ইসলামী ঐক্য জোটকে রাখা হয়নি। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আসন বিন্যাসের দায়িত্বে যারা ছিলেন তারাই আসন বিন্যাসে সমস্যা করেছে। যথাযথ আসন বিন্যাস করা হয়নি।

এ ব্যাপারে ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী দ্য রিপোর্টকে জানান, ‘বাইরে আমার জরুরি কাজ থাকায় সংবাদ সম্মেলন থেকে চলে এসেছি।’

আসন বিন্যাস নিয়ে কোনো সমস্যা হয়েছে কি না- এ প্রশ্নের জবাবে তিনি জানান, ‘দরকার ছিলো এই জন্য চলে আসছিলাম’।

তবে দলের পক্ষ থেকে বলা হচ্ছে, ১৮-দলীয় জোটের এ গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে তিনি থাকবেন না এমনটা নয়, উপযুক্ত সম্মান না পাওয়ার কারণে আমাদের পার্টির চেয়ারম্যান সংবাদ সম্মেলন বয়কট করেছেন।
(দ্য রির্পোট/টিএস-এমএইচ/এমএইচও/ এমডি/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর