thereport24.com
ঢাকা, বুধবার, ৮ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৯ শাওয়াল 1445

টাকার দেয়াল বানালো চীনের কৃষকরা

২০১৪ জানুয়ারি ১৬ ০৬:১৩:১৪
টাকার দেয়াল বানালো চীনের কৃষকরা

দ্য রিপোর্ট ডেস্ক : টাকার জন্য কতকিছুই না করে মানুষ। টাকা নিয়ে দুনিয়ায় কত আজব সব কাণ্ডকারখানা ঘটে। চীনের সিচুয়ান প্রদেশের জিয়ানসি গ্রামের কৃষকরা এবার টাকা দিয়ে বানালো ৭ ফুট উঁচু দেয়াল।

ইট, পাথর বা সুড়কি দিয়ে নয় আসল টাকা দিয়েই তারা বানায় এ দেয়াল। গ্রামীণ সমবায় থেকে তাদের বার্ষিক বোনাসের ১৩ মিলিয়ন টাকার নোটগুলি পরপর সাজিয়ে বানানো হয় দেয়ালটি।

ইয়ানের নোটগুলো দিয়ে প্রায় ৭ ফুট উচু দেয়াল তৈরি করা হয়। চীনের নববর্ষ উপলক্ষে ১৩ মিলিয়ন ইয়েন সমবায়ের সভ্যদের মধ্যে বিতরণ করার জন্য নিয়ে আসা হয়। পরে সে টাকার নোটগুলো দিয়ে দেয়ালটি বানানো হয়।

(দ্য রিপোর্ট/ এমএইচও/ এমডি জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর