thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

গাংনীতে গানপাউডার ও ফেনসিডিল উদ্ধার

২০১৪ জানুয়ারি ১৬ ০৯:৩০:৫৪
গাংনীতে গানপাউডার ও ফেনসিডিল উদ্ধার

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরের গাংনী উপজেলার কসবা ভাটপাড়া ও সহড়াতলা গ্রামে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গানপাউডার ও ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলার কসবা ভাটপাড়া এলাকার জামালউদ্দীনের পান বরজের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০০ গ্রাম গানপাউডার উদ্ধার করেন কসবা আইসি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফুল ইসলাম।

অপরদিকে রাত সাড়ে ৮টার দিকে গাংনী থানার এসআই আব্দুল জলিল মাতুব্বর, একরাম হোসেন ও এএসআই মাজেদুল ইসলাম যৌথভাবে উপজেলার সহড়াতলা গ্রামের সাদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে বসতঘর থেকে ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

এএসআই মাজেদুল ইসলাম জানান, ওই সময় সবাই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় গাংনী থানায় বিস্ফোরক ও মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলে গাংনী থানার ওসি জানিয়েছেন। তবে এ সব উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

গাংনী থানার ওসি মাছুদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গানপাউডার ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/শাহ/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর