thereport24.com
ঢাকা, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১,  ২৯ জমাদিউল আউয়াল 1446

মাদারীপুরে অগ্নিদগ্ধ হয়ে কলেজছাত্রের মৃত্যু

২০১৪ জানুয়ারি ১৬ ১০:১৩:৪৭
মাদারীপুরে অগ্নিদগ্ধ হয়ে কলেজছাত্রের মৃত্যু

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালি গ্রামে বসতঘরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে রনি হাসান (২৫) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রনি ঘরের ভেতরে আটকা পড়ে দগ্ধ হন। এ সময় স্থানীয় চিকিৎসক রনিকে মৃত বলে ঘোষণা করেন।

রনি কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সম্মান প্রথমবর্ষের ছাত্র ছিলেন। তিনি মালয়েশিয়া প্রবাসী আলম বেপারির একমাত্র ছেলে। এ ঘটনায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি।

কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

(দ্য রিপোর্ট/এসএইচ/এএস/শাহ/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর