thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী

২০১৪ জানুয়ারি ১৬ ১০:৫২:৪৩
আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক : ইরাকে সশস্ত্র সুন্নিদের বিরুদ্ধে চলমান যুদ্ধে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নূরে আল মালিকি। সাম্প্রতিক সময়ে দেশটিতে সরকারি বাহিনী ও সুন্নি যোদ্ধাদের মধ্যে সংঘাত চরম আকার ধারণ করেছে। খবর আল জাজিরার।

দেশটির বাগদাদ ও বাকুবা প্রদেশে বুধবার ভয়াবহ সিরিজ বোমা হামলায় কমপক্ষে ৭৫ জন নিহত ও শতাধিক লোক আহত হয়েছে। দেশটির শিয়া সম্প্রদায়ভুক্ত প্রধানমন্ত্রী নূরে আল মালিকি এ ঘটনার পরিপ্রেক্ষিতে সামনের দিনগুলোতে সুন্নিদের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের হুমকি দিয়েছেন।

সাপ্তাহিক বক্তব্যে মালিকি বিশ্ব সম্প্রদায়কে আল কায়েদা ও তার সহযোগী সংগঠন ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভেন্টের (আইএসআইএল) বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, এ পদক্ষেপের জন্য হয়ত সময়ের প্রয়োজন, তবে নীরব থাকলে তা এ অঞ্চল ও বিশ্বের জন্য নিরাপত্তা হুমকি সৃষ্টি করবে।

মালিকি এ সময় বিদ্রোহীদের সহায়তাকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ ও তাদের আর্থিক সহায়তার রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

(দ্য রিপোর্ট/এআইএম/জেএম/শাহ/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর