thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্রসহ আটক তিন

২০১৪ জানুয়ারি ১৬ ১০:৫৫:২৪
ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্রসহ আটক তিন

পাবনা সংবাদদাতা : পাবনার ঈশ্বরদী থানা পুলিশ আগ্নেয়াস্ত্রসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার মাঝদিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, নাশকতার উদ্দেশ্যে একদল সন্ত্রাসী মাঝদি গ্রামে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে আরিফ বাঙাল ওরফে ব্লাকার আরিফ (৩০), ওয়াহিদ (২৮) ও হামিদকে (২৮) আটক করা হয়।

ওসি জানান, তাদের কাছ থেকে একটি এলজি, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এরা সবাই অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসী। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

(দ্য রিপোর্ট/এসআর/এএস/শাহ/এএল/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর