thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

বানারীপাড়ায় আগুনে সাত দোকান পুড়ে গেছে

২০১৪ জানুয়ারি ১৬ ১১:০৩:০৬
বানারীপাড়ায় আগুনে সাত দোকান পুড়ে গেছে

বরিশাল সংবাদদাতা : বরিশালের বানারীপাড়া উপজেলা সদরের বড়বাজারে আগুনে সাত দোকান পুড়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার মধ্যরাতে এ আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে।

বানারীপাড়া থানার ওসি মো. গোলাম সরোয়ার জানান, রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হলে তিনি খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। স্থানীয়দের সহায়তায় দমকল বাহিনীর সদস্যরা ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় সাতটি দোকান পুড়ে যায়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তসলিম তালুকদারের গম ভাঙানো মিল থেকে এই আগুনের সূত্রপাত।

স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. ইউনুচ ও বরিশাল জেলা প্রশাসক মো. শহীদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি তহবিল থেকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

(দ্য রিপোর্ট/বিএস/এএস/শাহ/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর