thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

সিরিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ২৬

২০১৪ জানুয়ারি ১৬ ১১:০৭:৪৫
সিরিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ২৬

দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলে গাড়িবোমা হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির একটি পর্যবেক্ষক সংস্থা। নিহতদের বেশিরভাগই বিদ্রোহী। খবর এনডিটিভির।

সিরিয়ার উত্তরের প্রদেশে আলেপ্পোর জারাব্লোস শহরে বুধবার এ বোমা হামলার ঘটনা ঘটে। শহরটিতে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী ও ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দ্য লেভান্টের (আইএসআইএল) মধ্যে সাম্প্রাতিক সময়ে ব্যাপক সংঘর্ষ চলছিল।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহতদের মধ্যে মাত্র তিনজন বেসামরিক লোক, বেশিরভাগই ছিল বিদ্রোহী গোষ্ঠীর সদস্য।

সংস্থাটির পরিচালক রামি আব্দেল রহমান জানান, এটি ছিল আইএসআইএল পরিচালিত একটি আত্মঘাতী হামলা।

আলেপ্পো প্রদেশের দুই আন্দোলনকর্মী জানান, জারাব্লোসে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এর একটি বিস্ফোরিত হয় শহরটির কৃষি বিদ্যালয়ের সামনে এবং অপরটি ছিল জেলখানার পাশে।

প্রসঙ্গত, সোমবার থেকে আইএসআইএলের অধীনে থাকা জারাব্লোস শহরটিতে সিরিয়ার মডারেট ও ইসলামপন্থী বিদ্রোহীরা ব্যাপক আক্রমণ চালাচ্ছে।

(দ্য রিপোর্ট/এআইএম/জেএম/শাহ/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর