thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

৪৬ দিন পর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলল

২০১৪ জানুয়ারি ১৬ ১১:৩৯:৫৭
৪৬ দিন পর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলল

দ্য রিপোর্ট প্রতিবেদক : দীর্ঘ ৪৬ দিন পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খোলা হলো। বৃহস্পতিবার সকাল ১১টা ২৫ মিনিটে দলের সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি মূল গেটের তালা খুলে কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন ও যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ।

একই সঙ্গে সাংবাদিকরাও কার্যালয়ে প্রবেশ করেন।

আব্দুল লতিফ জনি দ্য রিপোর্টকে বলেন, ‘দীর্ঘদিন পর আমরা কেন্দ্রীয় কার্যালয়ে এসেছি।’

পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘না, পুলিশ আমাদের কোনোরকম বাধা দেয়নি।’

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গ্রেফতার হওয়ার পর কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রথম নেতাকর্মীরা প্রবেশ করলেন।

(দ্য রির্পোট/টিএস-এমএইচ/জেএম/শাহ/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর