thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

মোজাফ্ফর হোসেন স্পিনিং

তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে সিএসই

২০১৪ জানুয়ারি ১৬ ১২:২৫:৪৬
তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে সিএসই

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডকে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। ফলে শিগগিরই এ কোম্পানির শেয়ার সিএসইতেও লেনদেন হতে যাচ্ছে।

চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে বুধবার দুপুরে অনুষ্ঠিত সিএসই’র পর্ষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়। সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন দ্য রিপোর্টকে এ কোম্পানির তালিকাভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের আইপিও অনুমোদন দেয়। কোম্পানিটি দুই কোটি ৭৫ লাখ সাধারণ শেয়ারের বিপরীতে পুঁজিবাজার থেকে ২৭ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করে। প্রিমিয়াম ছাড়া প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ১০ টাকা। মার্কেট লট ৫০০টি শেয়ারে।

এ কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। আইপিও পূর্ব পরিশোধিত মূলধন ৩৪ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। আইপিও-পরবর্তী পরিশোধিত মূলধন ৬২ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।

আইপিও থেকে সংগৃহীত অর্থে কোম্পানিটি ২৬ কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকা ব্যাংক ঋণ পরিশোধ করবে এবং এক কোটি ৩৫ লাখ পাঁচ হাজার টাকা আইপিও খরচ বাবদ ব্যয় করবে।

এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপক আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

গত ৩ নভেম্বর এ কোম্পানি আইপিও আবেদন জমা নেওয়া শুরু করে। স্থানীয় বিনিয়োগকারীরা ৭ নভেম্বর পর্যন্ত আবেদন দেওয়ার সুযোগ পান। প্রবাসীদের জন্য এ সুযোগ ছিল ১৬ নভেম্বর পর্যন্ত।

মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের আইপিওতে সাড়ে ২৫ গুণ আবেদন জমা পড়ে।

(দ্য রিপোর্ট/এনটি/ডব্লিউএন/এএল/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর