thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

তিন মামলায় ফখরুলের আগাম জামিন

২০১৪ জানুয়ারি ১৬ ১৩:০৩:১৪
তিন মামলায় ফখরুলের আগাম জামিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের প্রতিবেদন দাখিল করার আগ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনটি মামলায় আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামীপক্ষের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আগাম জামিনের এ আদেশ দেন।

ফখরুলের বিরুদ্ধে শাহবাগ ও রমনা থানায় দায়ের করা ৩টি মামলায় আগাম জামিন দেওয়া হয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে।

এর আগে বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ফখরুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সগির হোসেন লিয়ন আগাম জামিনের আবেদন দাখিল করেন।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর রাতে মালিবাগ চৌধুরী পাড়ায় বাসে ককটেল নিক্ষেপে একজন নিহত ও পাঁচজন আহত হওয়ার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদসহ শীর্ষ নেতাদের হুকুমের আসামি করা হয়েছে।

এর আগে ২৮ নভেম্বর অবরোধ চলাকালে শাহবাগে গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় ফখরুলসহ বিএনপি ও জামায়াতের ১৬ নেতাকে আসামি করা হয়। শাহবাগে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ১৯ জন দগ্ধ হন। তাদের মধ্যে কয়েকজন মারা যান।

(দ্যরিপোর্ট/এসএ/জেএম/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর