thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

মাগুরা আইনজীবী সমিতির সভাপতি বাবলু, সম্পাদক সাত্তার

২০১৪ জানুয়ারি ১৬ ১৩:১৩:১৯
মাগুরা আইনজীবী সমিতির সভাপতি বাবলু, সম্পাদক সাত্তার

মাগুরা সংবাদদাতা : মাগুরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতিসহ ৮টি পদে আওয়ামী লীগ সমর্থক ও সাধারণ সম্পাদকসহ ৬টি পদে বিএনপি সমর্থক এবং ১টি পদে জাতীয় পার্টির সমর্থক প্রার্থী নির্বাচিত হয়েছেন। বুধবার এ নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাতে এ ফল ঘোষণা করা হয়।

নির্বাচিতরা হলেন সভাপতি শফিকুল ইসলাম বাবলু, সহ-সভাপতি কুমুদ রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার শেখ, যুগ্ম সম্পাদক সৈয়দ আমির আলী মানিক ও মাহমুদুল হাসান ডেলী, কোষাধ্যক্ষ অমিত মিত্র, হিসাব নিরীক্ষক আনোয়ার জাহিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোছা. ওয়াজেদা সিদ্দিকী, গ্রন্থাগারিক চৌধুরী আলী মোর্তজা। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. মশিয়ার রহমান, মো. আসাদুজ্জামান, গোলাম আম্বিয়া, শামসুল আলম, জাকির হোসেন ও নূরুল ইসলাম।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শিবপ্রসাদ ভট্টাচার্য্য, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট সমর জোয়ারদার।

(দ্য রিপোর্ট/এসআই/এএস/এএল/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর