thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

খোকাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ

২০১৪ জানুয়ারি ১৬ ১৩:৩৯:২৯
খোকাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভাইস প্রেসিডেন্ট সাদেক হোসেন খোকাকে পাঁচ কার্যদিবসের মধ্যে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ আদেশ দেন।

বিএনপির এ নেতার বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করার অভিযোগে যাত্রাবাড়ী থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে মামলা তদন্তকারী কর্মকর্তা প্রদীপ কুমার রায়। আদালত শুনানি শেষে ৫ কার্যদিবসের মধ্যে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

শুনানিতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তিনি আসামির জামিন আবেদন করেন এবং বলেন, ‘আসামি একজন অসুস্থ ব্যক্তি। তাকে জামিন দেওয়া দরকার।’

(দ্য রিপোর্ট/জেএ/এমসি/এএল/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর