thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ’

২০১৪ জানুয়ারি ১৬ ১৩:৫৯:৪৬
‘উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ’

দ্য রির্পোট প্রতিবেদক : ‘উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ’ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কি ধরনের ছলচাতুরি করে এই সরকার গঠন করা হয়েছে! কে মন্ত্রী, এমপি হলো এটি দেখার বিষয় নয়, আপনারা (সাংবাদিক) দেখেছেন কেবিনেটে বিরোধী দলের মন্ত্রীও আছে।'

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল দুপুর দেড়টার দিকে কার্যালয়ে আসেন। প্রায় ১৭ মিনিট তিনি সেখানে অবস্থান করেন। এর আগে গত ৬ নভেম্বর দলীয় কার্যালয়ে আসেন মির্জা ফখরুল ইসলাম।

সরকারের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমারা তো হাওয়ার সঙ্গে আলোচনা করতে পারি না। যেহেতু একটি তথাকথিত সরকার আছে, এই সরকারের সঙ্গেই আলোচনা করতে হবে। তবে সরকারের পক্ষ থেকেই প্রস্তাব আসতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ আড়াই মাস বিএনপিসহ বিরোধী দল ফ্যাসিবাদী সরকারের কাছে নির্যাতনের স্বীকার হয়ে আসছে। হত্যা, গ্রেফতার, মামলা, হামলা, গুম করে বিরোধী দল র্নিমূল করার ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের মানুষ অতীতে কোনো ষড়যন্ত্র মেনে নেয়নি, এবারও মেনে নেবে না। জনগণের প্রচেষ্টায় গণতন্ত্র মুক্ত হবে।’

৮৫ বছরেরও বেশি বয়সী নেতাদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক রাখা হচ্ছে- এমন অভিযোগ করে তিনি বলেন, ‘বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিলম্বিত করা হচ্ছে বিচার কাজ।’

তিনি বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুরো অবরুদ্ধ করে রাখা হয়েছিল দীর্ঘদিন। রিজভী আহমেদ গ্রেপ্তারের পর থেকে কার্যালয়ে প্রবেশে আরো বেশি বাধার সৃষ্টি করা হয়। একটি গণতান্ত্রিক দেশে পুলিশ দিয়ে কার্যালয় ঘিরে রেখে যে কাজটি করা হয়েছে তা সম্পূর্ণ অনৈতিক ও অগণতান্ত্রিক আচরণ।’

‘গণতন্ত্রের জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছিল’ উল্লেখ করে তিনি বলেন, ‘আজও গণতন্ত্র অবরুদ্ধ। আবার গণতন্ত্র মুক্ত হবে।’

দলের কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ রাখা, নেতাকর্মীদের হত্যা, গুম, মিথ্যা মামলায় আটক করাসহ সরকারের বিভিন্ন অগণতান্ত্রিক আচরণের নিন্দা জানান তিনি।

(দ্য রির্পোট/এমএইচ/এমএআর/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর