thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

‘আসিয়ান সিটির উত্তরা প্রকল্প অবৈধ’

২০১৪ জানুয়ারি ১৬ ১৪:১৭:২৭
‘আসিয়ান সিটির উত্তরা প্রকল্প অবৈধ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তরায় আসিয়ান সিটি আবাসিক প্রকল্পকে রাজউকের দেওয়া অনুমোদন অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ বৃহস্পতিবার সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইকবাল কবির লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

পরে এ বিষয়ে জানতে চাইলে ইকবাল কবির সাংবাদিকদের বলেন, হাইকোর্ট আসিয়ান সিটি আবাসিক প্রকল্পের অনুমোদন অবৈধ ঘোষণা করায় এই প্রকল্পের কাজ স্থগিত থাকবে।

এর আগে ২০১২ সালের ২২ ডিসেম্বর রাজধানীর উত্তরার দক্ষিণখান মৌজায় অবস্থিত আসিয়ান সিটি আবাসিক প্রকল্পকে দেওয়া রাজউকের অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের দেওয়া আসিয়ান সিটির অবস্থানগত ছাড়পত্রের বৈধতা চ্যালেঞ্জ করে একাধিক মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হাইকোর্টে একটি রিট আবেদন করে।

এ আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এক আদেশে আসিয়ান সিটি আবাসিক প্রকল্পে মাটি ভরাট, প্লট বিক্রি ও যে কোনো ধরনের বিজ্ঞাপন প্রচারসহ সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। একই সঙ্গে আসিয়ান সিটি আবাসিক প্রকল্পকে দেওয়া রাজউকের অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের দেওয়া আসিয়ান সিটির অবস্থানগত ছাড়পত্রও স্থগিত করা হয়। এ ছাড়া পরিবেশের ক্ষতি করায় আসিয়ান সিটিকে পরিবেশ অধিদপ্তরের করা ৫০ লাখ টাকার জরিমানা কমিয়ে ৫ লাখ টাকা করা নিয়ে মন্ত্রণালয়ের দেওয়া আদেশও স্থগিত করা হয়।

(দ্যরিপোর্ট/এসএ/জেএম/এএল/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর