thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

মিশরে মুসলিম ব্রাদারহুড নেতা গ্রেফতার

২০১৩ অক্টোবর ৩০ ১৮:১৭:২১
মিশরে মুসলিম ব্রাদারহুড নেতা গ্রেফতার

দিরিপোর্ট২৪ ডেস্ক : মিশরে মুসলিম ব্রাদারহুড নেতা ইশাম আল-এরিয়ানকে গ্রেফতার করা হয়েছে। নিউ কায়রোর নিজস্ব বাসভবন থেকে বুধবার ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির ঊর্ধ্বতন এ নেতাকে গ্রেফতার করে পুলিশ। খবর বিবিসি ও আলজাজিরার।

এর আগে গত জুলাইয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর দেশটির ক্ষমতা দখল করা সেনাবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে সর্বশেষ গ্রেফতার হলেন তিনি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বার্তাসংস্থা রয়টার্সকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর এরিয়ান বলেন, ‘তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না। আমি নিশ্চিত যে, আমি অবশ্যই জেল থেকে ছাড়া পাব।’

প্রসঙ্গত, গত জুলাইয়ের ৩ তারিখে মুরসি সরকারের পতনের পর থেকে ক্ষমতাসীন সেনাবাহিনী নিয়মিত ব্রাদারহুড নেতা-কর্মীদের গ্রেফতার করে আসছে।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর