thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

‘সরকারকে টেনে নামানোর চক্রান্ত করছেন খালেদা’

২০১৪ জানুয়ারি ১৬ ১৪:৪৩:৩১
‘সরকারকে টেনে নামানোর চক্রান্ত করছেন খালেদা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘শান্তিপূর্ণ কর্মসূচির নামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশকে আবার অশান্তি ও নাশকতার দিকে ঠেলে দিতে চাইছেন’ বলে আগাম আশঙ্কা ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এর মাধ্যমে বেগম জিয়া বৈধ সরকারকে অবৈধভাবে টেনে নামানোর প্রাথমিক চক্রান্তের জাল বোনা শুরু করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

সচিবালয়ে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কা ব্যক্ত করেন। বুধবার খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম জিয়ার সংবাদ সম্মেলনের উদ্দেশ্য ছিল দুটি। একটি হচ্ছে- তার আন্দোলন সঠিক ছিল এবং সরকারকে অবৈধ বলা। পাশাপাশি তিনি শান্তিপূর্ণ কর্মসূচির নাম করে একটা ধুম্রজাল সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছেন।’

বেগম জিয়ার বক্তব্যকে ‘ডাহা মিথ্যাচার’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, দাম্ভিকতার সঙ্গে তিনি তার আন্দোলনকে সঠিক দাবি এবং বৈধ সরকারকে অবৈধ বলে ঘোষণা দিয়ে সমগ্র জাতির সঙ্গে মশকরা করেছেন। একইসঙ্গে আন্দোলন সঠিক দাবি করার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে, খালেদা জিয়া তার আগের অবস্থান থেকে সরে আসেননি।

‘নির্বাচিত সরকারকে অবৈধ বলা খালেদা জিয়ার একটি ফ্যাশন’ এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, উনি যে সরকারের থাকবেন না বা সংখ্যাগরিষ্ঠতা পাবেন না- সেটা তার মতে অবৈধ। ইতোপূর্বে বিগত নির্বাচনে মহাজোট সরকার যখন সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল, তখনো তিনি এ অভিযোগ করেছিলেন। আড়াই বছরের মাথায় সরকার উৎখাতের হুমকি দিয়েছিলেন। খালেদা জিয়ার এবারের সংবাদ সম্মেলনও সেই পুরোনো কৌশল ও ছক।

‘খালেদা জিয়াকে গণতন্ত্রের জন্য হুমকি’ হিসেবে উল্লেখ করে ইনু বলেন, অতীতেও খালেদা জিয়া শান্তিপূর্ণ কর্মসূচির নামে নাশকতা চালিয়েছেন। সুতরাং তার আগামী কর্মসূচি যে শান্তিপূর্ণ হবে এর গ্যারান্টি কোথায়? শান্তিপূর্ণ কর্মসূচির নামে বিএনপি’র আন্দোলনে যে সব সহিংসতা, হামলা, প্রাণনাশ ও ধ্বংসযজ্ঞ হয়েছে এ সব নাশকতা ও অন্তর্ঘাতমূলক রাজনীতির দায় চিহ্নিত করা না হলে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

তিনি আরো বলেন, ‘বেগম জিয়া অতীতে গণতান্ত্রিক ক্লাবের সদস্য ছিলেন। কিন্তু জামায়াত-হেফাজত ও জঙ্গি সম্পৃক্ততার মধ্য দিয়ে তিনি ক্রমাগত গণতন্ত্রের ক্লাব থেকে বাইরে বেরিয়ে যাচ্ছেন। তবে জামায়াত-হেফাজত-যুদ্ধাপরাধী ও জঙ্গিদের সঙ্গ ত্যাগ এবং বিএনপির জঙ্গি কর্মীদের পুলিশের হাতে তুলে দেওয়ার মাধ্যমে তাকে গণতন্ত্রের জন্য পরিস্কার-পরিচ্ছন্ন হতে হবে এবং এর মাধ্যমে গণতন্ত্রের ক্লাবে আবার ফিরে আসার সার্টিফিকেট পাবেন তিনি।’

‘ঘোষিত কর্মসূচি মোতাবেক বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে কি-না’ জানতে চাইলে ইনু বলেন, ‘আমরা সভা-সমাবেশের পক্ষে। কিন্তু পরিস্থিতি বিবেচনায় তাদের অনুমতি দেওয়া হবে কি না- সেটা প্রশাসনের সিদ্ধান্তের বিষয়।’

‘নতুন করে অবরোধ-হরতাল না দেওয়ায় আন্দোলন থেকে বিএনপি পিছু হটেছে বলে মনে করেন কি-না’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর জবাব তারাই ভাল দিতে পারবেন। তবে বিএনপি তার অবস্থান থেকে সরে আসেনি।’

(দ্য রিপোর্ট/এসআর/জেএম/এসবি/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর