thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির চিঠি

২০১৪ জানুয়ারি ১৬ ১৫:২৫:২১
সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির চিঠি

দ্য রির্পোট প্রতিবেদক : সোহরাওয়ার্দী উদ্যানে ২০ জানুয়ারি সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি পাঠিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে অনুমতির জন্য চিঠির দেওয়ার বিষয়টি দ্য রির্পোটকে নিশ্চিত করেছেন দলের সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি।

তিনি বলেন, ‘সমাবেশের জন্য গতকালই (বুধবার) ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছে। আজকে আবার আমরা অনুমতি চেয়েছি।’

বুধবার বিকেলে গুলশানে হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন খালেদা জিয়া।

একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে আগামী ২০ জানুয়ারি সারাদেশে জেলা উপজেলায় শোভাযাত্রা করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। ওই দিন ঢাকায় শোভাযাত্রা ও সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করা হবে।

(দ্য রির্পোট/এমএইচ/এমসি/আরকে/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর