thereport24.com
ঢাকা, বুধবার, ৮ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৯ শাওয়াল 1445

সংরক্ষিত মহিলা আসনে জাপার মনোনয়ন বিক্রি শুক্রবার

২০১৪ জানুয়ারি ১৬ ১৫:৩৮:২৮
সংরক্ষিত মহিলা আসনে জাপার মনোনয়ন বিক্রি শুক্রবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : সংসদে সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীদের মনোনয়ন আবেদনপত্র ১৭ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে বিক্রি শুরু হবে।

পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জানুয়ারি রবিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন আগ্রহী প্রার্থীরা পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। প্রতিটি আবেদনপত্রের জন্য পাঁচ হাজার টাকা পার্টি তহবিলে জমা দিতে হবে।

১৯ জানুয়ারির মধ্যেই আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। ২০ জানুয়ারি সোমবার সকাল ১১টা থেকে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে তার বনানীর কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মেজর (অব.) খালেদ আক্তারের কাছ থেকে প্রার্থীরা আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

(দ্য রিপোর্ট/সাআ/এমএআর/আরকে/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর