thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

‘সংখ্যালঘু সম্প্রদায় আজ আস্থাহীন’

২০১৪ জানুয়ারি ১৬ ১৬:০৪:০৪
‘সংখ্যালঘু সম্প্রদায় আজ আস্থাহীন’

ঢাবি প্রতিবেদক : বাংলাদেশ ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, ‘বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় আজ আস্থাহীন। তাদের আস্থা শুধু খয়রাতি চাল, ডাল, কম্বল বিতরণের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব নয়।’ সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলা, নির্যাতন, নিপীড়ন ও সরকারের নীরব ভূমিকার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বৃহস্পতিবার দুপুরে সম্প্রীতি সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

‘সাম্প্রদায়িকতা বিরোধী সাংবাদিক মঞ্চ’ আয়োজিত এই প্রতীকী অবস্থান কর্মসূচি ও সমাবেশে পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘সংখ্যালঘুদের আস্থা ফিরিয়ে আনতে হলে হামলাকারীদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে। সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তার বিধান করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই সাম্প্রদায়িক হামলাকারীদের আমরা সবাই চিনি। তারা হলো একাত্তরের পরাজিত শক্তি। একাত্তরে জিততে না পেরে এর প্রতিশোধ তারা এখনও নিতে চায়।’

তিনি সরকারের প্রতি ‘সাম্প্রদায়িক সন্ত্রাস’ আইন করে নিষিদ্ধের আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মুজাহেদুল ইসলাম সেলিম, বাগেরহাট- ২ আসনের সংসদ সদস্য ও রাকসুর সাবেক ভিপি মীর শওকত আলী বাদশা, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুল রহমান সেলিম, গণতন্ত্রী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন পনির, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আলতাফ মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় নেতা ড. শহিদুল ইসলামসহ প্রমুখ।

মুজাহেদুল ইসলাম সেলিম বলেন, ‘সাম্প্রদায়িকতা কোন ধর্মীয় মতাবদ নয়। একাত্তরের পরাজিত শক্তি সমাজে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে। অবিলম্বে এই সাম্প্রদায়িক শক্তিকে কঠোর হস্তে দমন করতে হবে।’

বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে যারা সংখ্যালঘুদের ওপর হামলা করে তাদের বাড়িঘর, সহায় সম্বল দখল করতে চায় তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

একই সঙ্গে হামলার শিকার সংখ্যালঘু সম্প্রদায়কে পুনর্বাসন ও নিরাপত্তা বিধানের আহ্বান জানান মুজাহেদুল ইসলাম সেলিম।

সমাবেশে বক্তারা একটি অসম্প্রদায়িক, প্রগতিশীল ও বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহতের আহ্বান জানান।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমএআর/আরকে/১৬ জানুয়ারি, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর