thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

যতো দ্রুত সম্ভব সংলাপ চায় বিদেশি কূটনীতিকরা

২০১৪ জানুয়ারি ১৬ ১৬:৩৯:০৮
যতো দ্রুত সম্ভব সংলাপ চায় বিদেশি কূটনীতিকরা

দ্য রিপোর্ট কূটনৈতিক প্রতিবেদক : গণতন্ত্র রক্ষা ও দেশের উন্নয়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যতো দ্রুত সম্ভব সংলাপ চায় উন্নয়ন সহযোগী এবং ঢাকায় অবস্থান করা বিদেশি কূটনীতিকরা।

বিদেশিদের মতে, সংলাপ শুরুর উদ্যোগ সরকারকেই নিতে হবে।

এক্ষেত্রে সরকারের বক্তব্য হচ্ছে, যে কোনো মুহুর্তে সংলাপ হতে পারে। তবে তার আগে বিএনপিকে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে হবে। ধ্বংসাত্মক রাজনীতি থেকেও বেরিয়ে আসতে হবে।

ঢাকায় অবস্থান করা কমবেশি ৫০ জন বিদেশি কূটনীতিক বৃহস্পতিবার নব গঠিত মন্ত্রিসভার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে এই তথ্য জানা গেছে।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, নব গঠিত সরকারের পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন বিষয় অভিহিত করতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দশম জাতীয় সংসদ নির্বাচন, কেন বিএনপিকে বাদ দিয়ে ভোট অনুষ্ঠান, নির্বাচনকালীন সময়ের সহিংসতা, সঙ্কট থেকে বেরিয়ে আসার পথ, জামায়াতকে বাদ দিয়ে আসলে বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে, বর্তমানে তৃণমূল পর্যায়ের বাস্তব অবস্থা, নতুন সরকারের বৈদেশিক নীতি এই বিষয়গুলো সম্পর্কে বিদেশি কূটনীতিকদের জানানো হয়েছে।

বিএনপির সঙ্গে সংলাপ শুরু প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কূটনীতিকরা দ্রুত সংলাপ শুরুর আহবান জানিয়েছে। তাদেরকে জানানো হয়েছে, আলোচনার আগে জামায়াত ছাড়তে হবে এবং দলটিকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

জামায়াতকে ছাড়ার জন্য সরকারের পক্ষ থেকে বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে কিনা এই প্রসঙ্গে তিনি বলেন, অনেক বৈঠকেই বিএনপিকে এই বিষয়ে বলা হয়েছে। তবে দলটির পক্ষ থেকে কখনোই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শাহরিয়ার আলম বলেন, বিদেশিদের পক্ষ থেকে কোনো চাপ নেই। নতুন সরকারকে বিদেশি রাষ্ট্রের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। অনেক দেশ আবার বাড়তি চাপ প্রয়োগ করার জন্য শুভেচ্ছা জানাচ্ছে না। তবে সরকার কোনো চাপ অনুভব করছে না।

প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট গিবসন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হান্না সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তারা সাংবাদিকদের বলেন, যতো দ্রুত সম্ভব সংলাপ শুরু হওয়া প্রয়োজন। সরকারকেই এই বিষয়ে উদ্যোগ নিতে হবে। সহিংসতা কার্যক্রম বন্ধ হয়েছে এটি ইতিবাচক তবে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে, যা উদ্বেগজনক। বিএনপি নেতা খালেদা জিয়া সরকারের প্রতি সংলাপ শুরুর আহবান জানিয়েছে এটাও ইতিবাচক।

(দ্য রিপোর্ট/জেআইএল/এসবি/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর