thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৪ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

শনিবারও খোলা থাকবে জবি

২০১৪ জানুয়ারি ১৬ ১৬:৪০:৪৭
শনিবারও খোলা থাকবে জবি

জবি প্রতিবেদক : রাজনৈতিক অস্থিতিশীলতার ক্ষতি পুষিয়ে নিতে শনিবারও ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ৬০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের পরিবর্তে শুধু শুক্রবার রাখা হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অন্যান্য দিনের মতো শনিবারও বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরিবহন বাস চালু থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে, লাগাতার হরতালের কারণে গত বছরের মার্চ থেকে জুন পর্যন্ত শনিবার বিশ্ববিদ্যালয় খোলা রেখেছিল জবি কর্তৃপক্ষ।

(দ্য রিপোর্ট/এলআরএস/এমএআর/আরকে/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর